দীপুর বাবাকে ভিডিও কল করলেন শুভেন্দু, তারপরই বড় ঘোষণা

কলকাতা: বাংলাদেশে নিহত দীপু দাসের বাবাকে ভিডিও কলে কথা বললেন শুভেন্দু অধিকারী। গঙ্গাসাগরের সভা থেকে আর্থিক অনুদানের ঘোষণা! বললেন, মুসলিমরা বাবরি মসজিদের জন্য চাঁদা দিতে পারলে হিন্দুরা দীপুর বাবাকে কেন সাহায্য করবে না?

দীপু দাসের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার গঙ্গাসাগরের সভা থেকে তিনি ঘোষণা করেন, সেখানেই জানান, দীপুর বাবার কাছে আর্থিক অনুদান পাঠানো হবে। সভার শুরুতেই তিনি ভিডিও কলে দীপুর বাবার সঙ্গে কথা বলেন এবং জানান, “আপনি একটি অ্যাকাউন্ট নম্বর দিন, আমি প্রথম টাকা পাঠাব।”

শুভেন্দু অধিকারী বলেন, “বাংলাদেশ থেকে যদি বাবরি মসজিদ তৈরির টাকা আসতে পারে, তবে বাংলার হিন্দুরাও বাংলাদেশে নিহত দীপু দাসের পরিবারের পাশে দাঁড়াতে পারবেন।” তিনি সভায় উপস্থিত জনতার উদ্দেশে আহ্বান জানান, প্রত্যেকে যেন নিজেদের সামর্থ্য অনুযায়ী দীপুর বাবার অ্যাকাউন্টে অর্থ পাঠান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশে ময়মনসিংহে উগ্রপন্থীদের হাতে নৃশংসভাবে নিহত হন দীপু চন্দ্র দাস। স্থানীয় একটি কারখানায় কর্মরত অবস্থায় তাঁকে তুলে নিয়ে গিয়ে গণপিটুনি দেওয়া হয়। পরে তাঁর দেহ গাছে বেঁধে জ্বালিয়ে দেওয়া হয়। সেই ভয়ঙ্কর ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। দীপুর বাবা প্রথমে ফেসবুকেই ছেলের মৃত্যুর খবর জানতে পারেন।

About The Author