বড়দিন পালনে বাধা, ছত্তিশগড়ে শপিং মলে ঢুকে ভাঙচুরের অভিযোগ

ছত্তিশগড়ে বড়দিন উদযাপনকে ঘিরে উত্তেজনা ছড়াল। অভিযোগ উঠেছে, কয়েকটি হিন্দু সংগঠন বড়দিন পালনে বাধা দিয়েছে এবং বিভিন্ন জায়গায় ভাঙচুর চালিয়েছে। রাজধানী রায়পুরের মেগনেটো মলে বড়দিনের সাজসজ্জা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ক’জন যুবক কাঁঠি ও হকি স্টিক হাতে মলে ঢুকে কর্মীদের ধর্ম ও পরিচয় জানতে চেয়েছিল এবং পরে সাজসজ্জা ভেঙে ফেলে।

মলের মার্কেটিং হেড আভা গুপ্তা জানিয়েছেন, এই ভাঙচুরে অন্তত ১৫ থেকে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। শুধু রায়পুর নয়, অন্য কিছু জায়গাতেও দোকানদারদের মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।

এদিকে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সায় বড়দিন উপলক্ষে রাজ্যের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, বড়দিনের উৎসব প্রেম, করুণা ও সেবার বার্তা বহন করে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সহায়ক। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকেই এটিকে সাম্প্রদায়িক সহিংসতার উদাহরণ হিসেবে দেখছেন।

About The Author