নয়াদিল্লি: বড়দিনে ক্যাথিড্রাল চার্চে গিয়ে প্রার্থনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা দিলেন সম্প্রীতি ও সদিচ্ছার।
বৃহস্পতিবার সকালে তিনি দিল্লীর ঐতিহাসিক ক্যাথিড্রাল চার্চ অফ দ্য রিডেম্পশন-এ উপস্থিত হয়ে বিশেষ প্রার্থনায় অংশ নেন। চার্চে আয়োজিত ক্রিসমাসের অনুষ্ঠানে ক্যারল, স্তোত্র পাঠ ও প্রার্থনার পাশাপাশি দিল্লীর বিশপ রেভারেন্ড ড. পল স্বরূপ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিশেষ আশীর্বাদ প্রার্থনা করেন।
প্রার্থনার পর প্রধানমন্ত্রী এক সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “বড়দিনের এই প্রার্থনার মধ্যে শান্তি, প্রেম এবং সহানুভূতির বার্তা প্রতিফলিত হয়। প্রভু যীশুর জন্মদিন উপলক্ষে আয়োজিত ক্রিসমাসের এই উৎসব সমাজে মৈত্রী ও ভ্রাতৃত্বকে অনুপ্রেরণা যোগাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীরা প্রধানমন্ত্রীকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। চার্চ চত্বর আলো, ফুল ও সাজসজ্জায় ভরে ওঠে। শান্তি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে এই প্রার্থনা সভা ছিল প্রতীকী গুরুত্বের।রাজনৈতিক মহল বলছে, প্রধানমন্ত্রী মোদীর এই উপস্থিতি ধর্মীয় সম্প্রীতির বার্তা বহন করছে। যদিও বিজেপির কর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষিপ্ত অশান্তি সৃষ্টির অভিযোগ উঠে আসছে।

