কলকাতা: খুনের মামলায় জামিন খারিজ করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। শুনানি ২ জানুয়ারি।
জানা গেছে, হাইকোর্ট সম্প্রতি তাঁর জামিন আবেদন খারিজ করে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি সূত্রে খবর, মামলাটি গ্রহণ করা হয়েছে এবং শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২ জানুয়ারি ২০২৬। প্রশান্ত বর্মণের আইনজীবী দল জানিয়েছে, হাইকোর্টের রায়ে যথেষ্ট আইনি ত্রুটি রয়েছে এবং তাঁদের মতে, বিডিও হিসেবে দায়িত্ব পালনের সময় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলি ভিত্তিহীন।
উল্লেখ্য, রাজগঞ্জের এক বহুল আলোচিত মামলায় প্রশান্ত বর্মণকে অভিযুক্ত করা হয়েছিল। সেই মামলায় হাইকোর্ট জামিন না দেওয়ায় তিনি সুপ্রিম কোর্টে যান। স্থানীয় রাজনৈতিক মহলে এই মামলা নিয়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।

