“লিখে রাখুন, এবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত”, চন্দননগরে বিজেপির সভায় অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর মন্তব্যে আলোড়ন।
এদিন চন্দননগরের সভায় তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মিঠুন। তিনি তৃণমূলের পতন চেয়ে সভায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি হিন্দুদের একজোট হওয়ার আহ্বান জানান। তাঁর বক্তব্যে উঠে আসে, তৃণমূল বঞ্চিত হিন্দুদের মনোমালিন্য ভুলে বিজেপিকে ভোট দিতে হবে। একই সঙ্গে তিনি কমিউনিস্টদেরও বিজেপির পাশে দাঁড়ানোর ডাক দেন।
সভা শুরুতেই মিঠুন বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ করেন। তিনি বলেন, “মনটা কদিন ধরে ভালো নেই এই সমস্ত ঘটনার জন্য।” প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, হিন্দুদের একমাত্র দেশ ভারতবর্ষ, অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। মুসলমানদের নাম না করে তিনি বলেন, তাঁদের যাওয়ার মতো অনেক দেশ রয়েছে।
তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মিঠুন বলেন, “তৃণমূল নেতারা জন্ম দিলেও দুর্নীতির জন্ম দেন।” বক্তব্যের শেষে পুলিশ তাঁকে সিনেমার জনপ্রিয় সংলাপ বলতে অনুরোধ করে। তখন তিনি তাঁর বিখ্যাত সংলাপ “আমি দুধ কলা খাই” বলে সভা মাতান।

