নয়া নজির ইসরোর! অতি ভারী ‘ব্লু-বার্ড’ নিয়ে মহাকাশে উড়ে গেল ভারতের বাহুবলী রকেট

ভারতের মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস রচনা করল ইসরো। বুধবার সকালে শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হল দেশের সবচেয়ে শক্তিশালী রকেট ‘বাহুবলী’ বা লঞ্চ ভেহিকল মার্ক-৩ (LVM3)-এর ষষ্ঠ মিশন। এদিন সকাল ৮টা ৫৫ মিনিটে আকাশে উড়ে যায় ৪৩.৫ মিটার উঁচু এই রকেট, সঙ্গে ছিল মার্কিন সংস্থা AST SpaceMobile-এর অত্যাধুনিক যোগাযোগ উপগ্রহ ব্লু-বার্ড ৬।

এটি ভারতের তৈরি রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো সবচেয়ে ভারী উপগ্রহ। মাত্র ১৫ মিনিটের উড়ান শেষে ব্লু-বার্ড ব্লক-২ স্যাটেলাইট নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে যায়। ইসরো চেয়ারম্যান ড. ভি. নারায়ণন জানান, “এটি ভারতের মহাকাশ অভিযানের অন্যতম সেরা সাফল্য। ভারী উপগ্রহ বহনে আমাদের সক্ষমতা আরও প্রমাণিত হল।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই সাফল্যের প্রশংসা করে বলেছেন, “ভারতের মহাকাশ যাত্রায় এটি এক গর্বের মাইলফলক।” উল্লেখযোগ্যভাবে, ব্লু-বার্ড স্যাটেলাইটের লক্ষ্য হল পৃথিবীর সাধারণ স্মার্টফোনে সরাসরি মহাকাশ থেকে ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়া।

এই উৎক্ষেপণ ইসরোর বাণিজ্যিক সাফল্যেরও নিদর্শন। কারণ, নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড (NSIL) এবং মার্কিন সংস্থা AST SpaceMobile-এর মধ্যে চুক্তির ভিত্তিতেই এই মিশন সম্পন্ন হয়েছে। মহাকাশে ভারতের ‘বাহুবলী’ রকেটের এই উড়ান নিঃসন্দেহে বিশ্ববাজারে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করল।

About The Author