মুর্শিদাবাদে বাবা-ছেলে হত্যাকাণ্ডের মামলায় আদালত মঙ্গলবার রায় ঘোষণা করল। দীর্ঘদিন ধরে চলা এই মামলায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
ঘটনাটি ঘটে কয়েক মাস আগে, যখন স্থানীয় ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক পরিবারকে লক্ষ্য করে হামলা হয়। সেই হামলায় বাবা ও ছেলে নৃশংসভাবে খুন হন। ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্য তৈরি করেছিল।
রায় ঘোষণার আগে নিহতদের পরিবার ও স্থানীয় মানুষজন দোষীদের ফাঁসির দাবি তুলেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং অত্যন্ত নির্মম। তবে আদালত যাবজ্জীবন সাজা ঘোষণা করে জানিয়েছে, অপরাধের গুরুত্ব বিবেচনা করেই এই শাস্তি নির্ধারণ করা হয়েছে।
রায়ের দিন আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে। নিহতদের বাড়িতেও পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে।
আইনজীবী মহলের মতে, এই রায়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, জমি বা সম্পত্তি নিয়ে বিরোধের নামে নৃশংস হত্যাকাণ্ড কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তবে ফাঁসির দাবি পূরণ না হওয়ায় নিহতদের পরিবারে ক্ষোভ রয়ে গেছে

