বাংলাদেশের ঘটনার প্রতিবাদে হাইকমিশন ঘেরাও, পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার পরিস্থিতি

কলকাতা: বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে তীব্র বিক্ষোভে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের।

সকাল থেকেই শিয়ালদহ থেকে মিছিল করে বিক্ষোভকারীরা বেকবাগানের কমিশন ভবনের সামনে পৌঁছান। তাঁদের দাবি ছিল, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচারের বিরুদ্ধে ভারতীয় মাটিতেও প্রতিবাদ জানাতে হবে।

দুপুর নাগাদ উত্তেজনা চরমে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে কমিশনের দিকে এগোতে থাকেন। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এতে কয়েকজন আহত হন বলে অভিযোগ। অনেকে অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকজনকে আটক করে পুলিশ। ঘটনাস্থলে বিশাল র‍্যাফ মোতায়েন করা হয়।

বিক্ষোভকারীদের দাবি, তাঁরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন। কিন্তু পুলিশ অযথা বলপ্রয়োগ করেছে। অন্যদিকে কলকাতা পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়া কমিশন ভবন ঘেরাও বেআইনি। তাই আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ব্যবস্থা নিতে হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে হত্যা করার পর থেকেই প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই ঘটনার প্রতিবাদে কলকাতার এই বিক্ষোভ কার্যত ধুন্ধুমার পরিস্থিতি বিরাজ করছে।

About The Author