বাংলাদেশ হাই কমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের তুমুল বিক্ষোভ

নয়াদিল্লি: বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে তুমুল বিক্ষোভে সামিল হল বিশ্ব হিন্দু পরিষদ (VHP)।

মঙ্গলবার সকাল থেকেই সংগঠনের শতাধিক কর্মী ও সমর্থক হাই কমিশনের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। তাঁদের হাতে ছিল ব্যানার ও প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল, “সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করো”, “দীপু দাসের হত্যার বিচার চাই”।

বিক্ষোভকারীরা দাবি করেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার হামলা চলছে এবং সরকার কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তাঁদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মুহম্মদ ইউনুসের প্রশাসন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যারিকেড বসিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণ পর বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। তবে তার আগে তাঁরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

উল্লেখযোগ্যভাবে, গত কয়েকদিন ধরে দিল্লি, শিলিগুড়ি ও কলকাতায় বাংলাদেশি মিশনের সামনে একাধিক সংগঠন বিক্ষোভ করছে। বাংলাদেশ ইতিমধ্যেই অভিযোগ করেছে, ভারতে তাদের মিশনের উপর হামলার চেষ্টা হয়েছে। এই আবহে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ কূটনৈতিক মহলে নতুন করে আলোড়ন তুলেছে।

About The Author