মোদীর সভায় যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় ৪ বিজেপি কর্মীর মৃত্যু, বাড়িতে গেল তৃণমূল

নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দিতে আসার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন চার বিজেপি কর্মী।

শনিবার সকালে প্রায় ৪০ জন কর্মী বাসে করে তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে প্রাতঃকার্য সারতে পাঁচজন কৃষ্ণনগর–রানাঘাট শাখার তাহেরপুর ও বাদকুল্লা স্টেশনের মাঝখানে নেমেছিলেন। ঘন কুয়াশার কারণে তাঁরা ট্রেন আসতে দেখতে পাননি। মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে আরও একজনকে মৃত ঘোষণা করা হয়। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃতদের বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানার এলাকায়। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় নেতৃত্বকে নির্দেশ দেন মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে। তাঁর বার্তা অনুযায়ী তৃণমূল নেতারা ইতিমধ্যেই মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

প্রধানমন্ত্রী মোদীর জনসভা ঘিরে বিজেপি কর্মীরা যখন ব্যস্ত, তখনই এই দুর্ঘটনা তাঁদের মধ্যে শোকের ছায়া ফেলেছে। বিজেপি নেতৃত্বও মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। অন্যদিকে তৃণমূলের এই পদক্ষেপকে রাজনৈতিক মহল মানবিকতার পাশাপাশি কৌশল হিসেবেও দেখছে।

About The Author