হোজাই: ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু! এক দুই নয়, একেবারে ৮টি হাতি। লাইনচ্যুত রাজধানির ৫টি কামরা।
শনিবার ভোরে আসামের হোজাই জেলায় ভয়াবহ দুর্ঘটনা ঘটল। সাইরাং–নয়াদিল্লি রাজধানি এক্সপ্রেসের সঙ্গে একটি হাতির পাল সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে ট্রেনের লোকোমোটিভ ও পাঁচটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। ঘটনাস্থলেই সাতটি হাতির মৃত্যু হয়েছে এবং একটি শাবক গুরুতর আহত হয়েছে। তবে আশ্চর্যজনকভাবে কোনও যাত্রী হতাহত হয়নি বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে রাত ২টা ১৭ মিনিটে। লোকো পাইলট হাতিদের দেখতে পেয়ে জরুরি ব্রেক কষলেও সংঘর্ষ এড়ানো যায়নি। হাতির দেহাংশ ছড়িয়ে পড়ায় আপার আসাম ও উত্তর-পূর্বাঞ্চলের ট্রেন পরিষেবা ব্যাহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের রিলিফ ট্রেন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। যাত্রীদের অন্য কোচে স্থানান্তরিত করা হয় এবং পরে অতিরিক্ত কোচ জুড়ে ট্রেনকে গুয়াহাটি পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
উল্লেখযোগ্যভাবে, ঘটনাস্থলটি কোনও নির্দিষ্ট হাতি করিডর নয়। গত পাঁচ বছরে সারা দেশে ট্রেনের ধাক্কায় অন্তত ৭৯টি হাতির মৃত্যু হয়েছে বলে পরিবেশ মন্ত্রক সংসদে জানিয়েছিল। এর আগে পশ্চিমবঙ্গের ধূপগুড়ি ও পশ্চিম মেদিনীপুরেও একই ধরনের দুর্ঘটনায় হাতি মারা গিয়েছে।
রেল ও পরিবেশ মন্ত্রক জানিয়েছে, হাতি করিডর এলাকায় গতি নিয়ন্ত্রণ, সেন্সর বসানো, আন্ডারপাস ও ফেন্সিংয়ের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এই দুর্ঘটনা আবারও হাতি সংরক্ষণ ও রেল চলাচল নিয়ে প্রশ্ন উঠল।

