নয়াদিল্লি: শনিবার নদিয়ার রানাঘাটে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের আগেই তিনি সামাজিক মাধ্যমে বাংলার মানুষকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন। তাঁর বক্তব্য, তৃণমূলের লুটপাট ও ভীতি প্রদর্শন সব সীমা অতিক্রম করেছে, তাই বিজেপিই সবার আশা-ভরসা! স্পষ্টভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন, “তৃণমূল সীমা অতিক্রম করেছে।”
মোদীর দাবি, বাংলায় লুটপাট ও ভয় দেখানোর রাজনীতি চলছে, আর সেই কারণেই বিজেপিই এখন বাংলার মানুষের আশা হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, জনসভায় তিনি কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্প ও উদ্যোগ সাধারণ মানুষের সামনে তুলে ধরবেন।
পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলে অশান্তি ও বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটেও তিনি বার্তা দিতে পারেন বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা।
শনিবার সকালেই তাঁর বিমান কলকাতা বিমানবন্দরে নামবে। সেখান থেকে হেলিকপ্টারে তিনি নদিয়ার তাহেরপুরে যাবেন। নেতাজি পার্কের মাঠে জনসভায় অংশ নেওয়ার পাশাপাশি তিনি জাতীয় সড়ক সংক্রান্ত দুটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে কৃষ্ণনগর থেকে বড়জাগুলি পর্যন্ত ৬৮ কিলোমিটার চার লেনের সড়ক উদ্বোধন এবং বারাসত থেকে বড়জাগুলি পর্যন্ত ১৮ কিলোমিটার অংশ চার লেন করার কাজের শিলান্যাস অন্তর্ভুক্ত রয়েছে।

