দিল্লির হাওয়ায় বিষ ছাড়াতে পুরনো গাড়ি নিষিদ্ধ, দূষণ সার্টিফিকেট ছাড়া মিলছে না তেল

দিল্লিতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে আজ থেকে কার্যকর হল কঠোর নিয়ম। রাজধানীতে আর কোনও পুরনো গাড়ি প্রবেশ করতে পারবে না যদি সেটি BS-VI ইঞ্জিন না হয়। পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট (PUC) ছাড়া কোনও গাড়িকে জ্বালানি দেওয়া হবে না।

সরকারি তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্তে প্রায় ১২ লক্ষ গাড়ি দিল্লিতে প্রবেশ করতে পারবে না। এর মধ্যে গুরগাঁও থেকে দুই লক্ষ, নয়ডা থেকে চার লক্ষ এবং গাজিয়াবাদ থেকে সাড়ে পাঁচ লক্ষ গাড়ি রাজধানীতে ঢোকার অনুমতি হারাল।

দিল্লি পরিবেশমন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা জানিয়েছেন, এই পদক্ষেপ গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (GRAP) চতুর্থ ধাপ কার্যকর থাকার সময় পর্যন্ত বলবৎ থাকবে। ইতিমধ্যেই ৫৮০ পুলিশ কর্মী ও ৩৭টি ভ্যান ১২৬টি চেকপয়েন্টে মোতায়েন করা হয়েছে। এছাড়া পেট্রোল পাম্পে স্বয়ংক্রিয় নাম্বার প্লেট শনাক্তকরণ ক্যামেরা বসানো হয়েছে, যাতে দূষণ সার্টিফিকেট ছাড়া গাড়ি শনাক্ত করা যায়।

বিশেষজ্ঞদের মতে, শীতকালে দিল্লির দূষণের অন্যতম বড় উৎস যানবাহন। গবেষণায় দেখা গেছে, শীতকালে PM 10 দূষণের ১৯.৭ শতাংশ এবং PM 2.5 দূষণের ২৫.১ শতাংশের জন্য দায়ী যানবাহন। তাই এই পদক্ষেপকে দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

About The Author