কলকাতা: ‘এমন কিছু করবেন না যাতে রাজ্যের মাথা হেঁট হয়’, সাংসদদের বার্তা অভিষেকের!
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ফের শৃঙ্খলা রক্ষার বার্তা স্পষ্ট হল। বুধবার তিনি বলেন, “দলীয় নেতা ও সাংসদরা যদি কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দেন, তাহলেও আগে দলকে জানাতে হবে।” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে আলোড়ন শুরু হয়েছে।
অভিষেকের মতে, দলের ভাবমূর্তি রক্ষার জন্য প্রত্যেক সদস্যের দায়িত্বশীল আচরণ জরুরি। তিনি জানান, অনেক সময় দেখা যায়, নেতারা ব্যক্তিগতভাবে কোনও অনুষ্ঠানে যোগ দেন এবং পরে তা নিয়ে বিতর্ক তৈরি হয়। তাই ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে দলীয় অনুমতি বাধ্যতামূলক করা হচ্ছে।
তৃণমূলের ভেতরে এই নির্দেশকে শৃঙ্খলা বজায় রাখার কৌশল হিসেবে দেখা হচ্ছে। বিরোধীরা অবশ্য বলছে, এতে দলের ভেতরে স্বাধীন মতপ্রকাশের জায়গা সংকুচিত হবে। তবে অভিষেকের বক্তব্যে স্পষ্ট, তিনি চান দলের প্রতিটি পদক্ষেপ জনসমক্ষে স্বচ্ছ ও জবাবদিহিমূলক হোক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মেসিকাণ্ডের পর দলের ভাবমূর্তি রক্ষায় এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ।

