‘আদিখ্যেতা দেখাতে গিয়ে ফ্যানদের নিরাশ করেছে, তাদের জবাবদিহি করতে হবে’, মেসিকাণ্ডে অভিষেকের কড়া বার্তা

“যারা আদিখ্যেতা দেখাতে গিয়ে ফ্যানদের নিরাশ করেছে, তাদের জবাবদিহি করতে হবে”—মেসিকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা

লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তা নিয়ে সরাসরি মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে হাজার হাজার দর্শক মেসিকে দেখতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই প্রসঙ্গে অভিষেক বলেন, “যারা আদিখ্যেতা দেখাতে গিয়ে ফ্যানদের নিরাশ করেছে, তাদের জবাবদিহি করতে হবে।”

অভিষেক বলেন, “মানুষ মাসের পর মাস টাকা জমিয়ে টিকিট কেটেছিল। কেউ ১০ হাজার, কেউ ১৫ হাজার টাকা খরচ করেছে। তাদের হতাশ হওয়ার যথার্থ কারণ আছে। উদ্যোক্তাদের দায় স্বীকার করতেই হবে।”

তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তদন্ত কমিশন গঠন করেছেন এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ গ্রহণ করেছেন। রাজ্য পুলিশের ডিজি, বিধাননগর কমিশনারেটের সিপি এবং যুবভারতীর সিইও-সহ একাধিক আধিকারিককে শোকজ করা হয়েছে। অভিষেকের মতে, এই ঘটনায় বাংলার আন্তর্জাতিক মানহানি হয়েছে, যা কোনওভাবেই কাম্য নয়।

About The Author