আচমকাই মা ক্যান্টিনে হাজির মমতা! ক্ষুধার্তদের নিজে হাতে খাবার তুলে দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: মেসি কাণ্ডের পর প্রকাশ্যে মুখ্যমন্ত্রী। ভবানীপুরে আচমকাই মা ক্যান্টিনে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে হঠাৎই সেখানে হাজির হয়ে নিজ হাতে ক্ষুধার্ত মানুষের হাতে খাবার তুলে দিলেন। তাঁর এই সরাসরি অংশগ্রহণে ক্যান্টিনে উপস্থিত মানুষজন অভিভূত হয়ে পড়েন। কেউ হাত জোড় করে কৃতজ্ঞতা প্রকাশ করেন, কেউ আবার পা ছুঁয়ে আশীর্বাদ দেন।

মুখ্যমন্ত্রী বলেন, মানুষের মুখে হাসি ফোটানো এবং ক্ষুধার্তদের পাশে দাঁড়ানো সরকারের কর্তব্য। মা ক্যান্টিন শুধু খাদ্য সরবরাহের জায়গা নয়, বরং মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি পথ। তিনি আরও জানান, এই উদ্যোগ সমাজের দুর্বল ও অসহায় মানুষদের জন্য আশার আলো হয়ে উঠবে।

মমতার এই হঠাৎ আগমন ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী জন সংযোগ করতে চাইছেন। নিজেও তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ৫ টাকায় মা ক্যান্টিনের সাফল্য তুলে ধরতে ভোলেননি।

About The Author