Subhashree Ganguly: করিনা কাপুরও গিয়েছিলেন ছবি তুলতে; আমাকে কেন আলাদা করে আক্রমণ?

কলকাতা: মেসিকাণ্ডে মুখ খুললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বললেন, “বলিউডের নায়িকারাও ছবি তুলেছে, আমার কি দোষ?” কটাক্ষে ক্ষুব্ধ অভিনেত্রী নিজের অবস্থান স্পষ্ট করলেন।

লিও মেসির কলকাতা সফর ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির সঙ্গে ছবি তোলার পর থেকেই তিনি সামাজিক মাধ্যমে তীব্র কটাক্ষের শিকার হচ্ছেন। অবশেষে মুখ খুলে নিজের অবস্থান স্পষ্ট করলেন শুভশ্রী।

তিনি জানান, মেসির সঙ্গে দেখা করার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই অনুযায়ী নির্দিষ্ট হোটেলে গিয়ে ছবি তোলেন তিনি। পরে প্রযুক্তিগত সমস্যার কারণে ছবিগুলি তাঁর ইনস্টাগ্রামে আপলোড হয়ে যায়। শুভশ্রীর দাবি, “আমি হোটেলে গিয়ে ছবি তুলেছি, এতে আমার দোষ কোথায়? বলিউডের নায়িকারাও তো ছবি তুলেছে। শাহরুখ খান আসেননি ছবি তুলতে? করিনা কাপুর গিয়েছিলেন। তাহলে আমাকে কেন আলাদা করে আক্রমণ করা হচ্ছে?”

অভিনেত্রীর ক্ষোভ, তাঁকে শুধু বাংলা ছবির অভিনেত্রী বলেই নিশানা করা হচ্ছে। তিনি আরও বলেন, “আমি একজন নারী, তাই আমাকে কটাক্ষ করা হচ্ছে। কিন্তু আমার সন্তানদের নিয়ে হুমকি দেওয়া হচ্ছে, সেটা আমি মা হিসেবে মেনে নেব না।”

দেখুন ভিডিও

 

About The Author