রাষ্ট্রপতির সম্মতি মিলল না, মুখ্যমন্ত্রী নয় রাজ্যপালই থাকছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য

কলকাতা: রাজ্যের বিশ্ববিদ্যালয় রাজনীতিতে ফের চাঞ্চল্য। রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাবিত সংশোধনী বিল নাকচ করে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! ফলে আপাতত বর্তমান কাঠামোই বহাল থাকছে এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসই বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। মুখ্যমন্ত্রীর কোনও সুযোগ নেই।

২০২২ সালের সংশোধনী বিল অনুযায়ী, রাজ্য সরকার চেয়েছিল রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য করা হোক। সরকারের যুক্তি ছিল, এতে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে গতি আসবে এবং বিশ্ববিদ্যালয় পরিচালনায় সরকারের ভূমিকা আরও কার্যকর হবে। তবে কেন্দ্রীয় স্তরে বিলটি খতিয়ে দেখার পর রাষ্ট্রপতি সম্মতি দেননি।

রাজ্য ও রাজভবনের মধ্যে দীর্ঘদিন ধরে উপাচার্য নিয়োগ ও বিশ্ববিদ্যালয় পরিচালনা নিয়ে টানাপড়েন চলছিল। বিরোধীরা শুরু থেকেই এই বিলের বিরোধিতা করে আসছিল। তাঁদের দাবি, এতে বিশ্ববিদ্যালয়ের স্বশাসন ক্ষুণ্ণ হবে এবং শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ বাড়বে। রাষ্ট্রপতির সিদ্ধান্তে রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা শুরু হয়েছে। ভবিষ্যতে রাজ্য সরকার নতুন করে সংশোধনী আনবে নাকি আদালতের দ্বারস্থ হবে, সে দিকেই এখন নজর।

About The Author