গীতা পাঠে প্যাটিস বিক্রেতাদের মারধর, গ্রেপ্তার সৌমিক হালদারসহ তিন যুবক

কলকাতার ব্রিগেড ময়দানে গীতাপাঠের অনুষ্ঠানে চাঞ্চল্যকর ঘটনা। রবিবারের ধর্মীয় কর্মসূচি চলাকালীন দুই হকার চিকেন প্যাটিস বিক্রি করছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক তাঁদের মারধর করে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনা শুরু হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার তিনদিন পর অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম সৌমিক হালদার। বাকি দু’জনের নামও প্রকাশ করেছে লালবাজার। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

স্থানীয় সূত্রে দাবি, গীতাপাঠের আয়োজকরা হকারদের অনুমতি দেননি। তবুও তাঁরা খাবার বিক্রি করছিলেন। সেই সময় সৌমিক ও তাঁর সহযোগীরা তাঁদের মারধর করে। আহত হকারদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে চাপানউতর শুরু হয়েছে। বিরোধীরা বলছে, ধর্মীয় অনুষ্ঠানের নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। অন্যদিকে আয়োজকদের দাবি, তাঁদের সঙ্গে ঘটনার কোনও সম্পর্ক নেই।

About The Author