সিডনি: বিশ্বে প্রথমবারের মতো আইন করে ১৬ বছরের কমবয়সিদের জন্য সমাজমাধ্যম নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া। বুধবার স্থানীয় সময় রাত ১২টা থেকে কার্যকর হয়েছে এই নিয়ম। ফেসবুক, টিকটক, ইউটিউব, এক্স, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রামসহ মোট ১০টি জনপ্রিয় প্ল্যাটফর্মে আর প্রবেশ করতে পারবে না অস্ট্রেলিয়ার কিশোর–কিশোরীরা।
গত সপ্তাহে অস্ট্রেলিয়ার সেনেটে বিলটি পাশ হয়। ইতিমধ্যেই প্রায় ১০ লক্ষ নাবালক অ্যাকাউন্ট চিহ্নিত করে সংশ্লিষ্ট সংস্থাগুলির মাধ্যমে ব্লক করা হয়েছে। আইন ভাঙলে প্রযুক্তি সংস্থাগুলিকে ৩৩ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।
যদিও আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থাগুলি এই পদক্ষেপকে ‘ব্ল্যাংকেট সেন্সরশিপ’ বলে সমালোচনা করেছে। এক্স-এর মালিক ইলন মাস্কও অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর মতে, সরকার এভাবে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করতে চাইছে।
অন্যদিকে সমীক্ষায় দেখা গিয়েছে, অস্ট্রেলিয়ার অভিভাবকদের বড় অংশ এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। সরকারের দাবি, শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ। বিশ্লেষকদের মতে, ইউরোপের কয়েকটি দেশও ভবিষ্যতে একই পথে হাঁটতে পারে।

