নয়াদিল্লি: ভারতের এআই ভবিষ্যৎ গড়তে দেড় লক্ষ কোটি টাকার বিনিয়োগ ঘোষণা করেছে মাইক্রোসফট। অবকাঠামো আর দক্ষতা বাড়াতে বড় উদ্যোগ।
ভারতের প্রযুক্তি খাতে নতুন উত্তেজনা তৈরি করল মাইক্রোসফ্টের বিশাল বিনিয়োগের ঘোষণা। সংস্থার চেয়ারম্যান এবং সিইও সত্য নাদেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর জানান যে ভারতেই তৈরি হবে মাইক্রোসফটের সবচেয়ে বড় এশীয় বিনিয়োগের ক্ষেত্র। মোট বিনিয়োগের অঙ্ক প্রায় দেড় লক্ষ কোটি টাকা। এই অর্থ ব্যয় করা হবে দেশের এআই ভিত্তিক ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি, উন্নত কম্পিউটিং ব্যবস্থা বাড়ানো এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কাজে।
নাদেলা বলেন, ভারতের এআই সম্ভাবনা এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। তাই ক্লাউড পরিষেবা বাড়ানো, ডেটা সেন্টার সম্প্রসারণ, নিরাপদ এআই ব্যবহারের পরিবেশ তৈরি এবং বিভিন্ন ক্ষেত্রে এআই শেখার সুযোগ বাড়ানোই তাঁদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী মোদিও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন যে ভারতের তরুণ প্রজন্ম এই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বে নেতৃত্ব দেবে।
বিশেষজ্ঞদের মতে, গুগল আর অ্যামাজনের সাম্প্রতিক বিনিয়োগের পর মাইক্রোসফটের এই সিদ্ধান্ত ভারতের প্রযুক্তি বাজারকে আরও শক্তিশালী করবে। দেশের ডিজিটাল অর্থনীতি দ্রুত এগোতে এই বিনিয়োগ বড় ভূমিকা নেবে বলেই তাঁদের মত।

