তিন দিনে প্রায় ৩ কোটি! বাবরি মসজিদ নির্মাণে হুমায়ুনের তহবিলে টাকার বন্যা

মুর্শিদাবাদ: বাবরি মসজিদ নির্মাণে হুমায়ুন কবিরের তহবিলে তিন দিনে জমল প্রায় ৩ কোটি টাকা। অনুদানের ঢল অব্যাহত।

মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদ-শৈলীর নতুন মসজিদ নির্মাণকে কেন্দ্র করে টানা তিন দিনে অনুদানের বন্যা বইয়ে দিয়েছেন সাধারণ মানুষ। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির ৬ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপনের পরই অনুদানের আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে মাত্র কয়েক দিনের মধ্যেই অনুদানের অঙ্ক প্রায় ৩ কোটি টাকায় পৌঁছে গেছে বলে তাঁর ঘনিষ্ঠ মহল জানিয়েছে।

প্রথম দুই দিনে নগদ অনুদান মিলেছে প্রায় ৭৫ লক্ষ টাকার মতো, যা ১১টি দানবাক্স খুলে গণনা করা হয়েছে। পাশাপাশি অনলাইন ও কিউআর কোডের মাধ্যমে জমা পড়েছে আরও ২.১০ থেকে ২.৪৭ কোটি টাকার বেশি। তৃতীয় দিনেও অনুদান আসা অব্যাহত থাকায় মোট অঙ্ক ৩ কোটি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

স্থানীয়দের মতে, এই উদ্যোগকে ঘিরে আবেগ ও ধর্মীয় অনুভূতির জোয়ারই অনুদানের ঢল বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে রাজনৈতিক মহলে এই বিপুল অর্থসংগ্রহ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তবে হুমায়ুন কবিরের দাবি, মসজিদ নির্মাণের জন্য মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনই তাঁর শক্তি।

About The Author