দশদরগায় ফের মর্মান্তিক দুর্ঘটনা! গাড়ির ধাক্কায় মৃত্যু বাইকচালকের, আহত আরও এক

বেলাকোবা: শিলিগুড়ি-জলপাইগুড়ি হাইরোডে ফের রক্তারক্তি কাণ্ড! বাইক দুর্ঘটনায় প্রাণ গেল বাইক আরোহী এক যুবকের। আহত আরও এক। রক্তে ভেসে গেল রাস্তা। দশদরগায় হাইরোড যেন মৃত্যুফাঁদ হয়ে উঠেছে, ক্ষোভ এলাকাবাসীর।

মঙ্গলবার রাতে ১০ টার কিছু আগে দশদরগার লাল স্কুল এলাকায় হাইরোডে রক্তারক্তি কাণ্ড। জানা গেল, বাইক নিয়ে মোহিতনগর থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল দুই যুবক। স্থানীয়দের দাবি, জাতীয় সড়কে কোনও গাড়ি ধাক্কা মেরে পালিয়েছে হয়ত।

এলাকাবাসীরা দেখেন, সাদা জ্যাকেট পড়া এক যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। বাইকটি পড়ে আছে ডিভাইডারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকের চালকের।

গুরুতর আহত অবস্থায় আরেকজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। দু’জনের নাম পরিচয় জানা না গেলেও মোহিত নগরের বুরুজপাড়ার বাসিন্দা বলে জানালেন স্থানীয়রা।

প্রসঙ্গত, ওই একই এলাকায় মাত্র কয়েকদিন আগে, ১লা ডিসেম্বর, সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় দু’জন স্থানীয় বাসিন্দাকে বেপরোয়া গতির একটি ছোট গাড়ি ধাক্কা মারে। সেই দুর্ঘটনায় এলাকার দুই বাসিন্দা বেঘোরে প্রাণ হারান।

একই জায়গায় ফের প্রাণহানির ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পর্যাপ্ত নজরদারি আর ব্যবস্থাপনার অভাবেই দুর্ঘটনা বাড়ছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা তাঁদের।

About The Author