বাথরুমে পড়ে গুরুতর আহত পার্থ চট্টোপাধ্যায়, ফের হাসপাতালে ভর্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী

কলকাতা: বাথরুমে পড়ে বাম হাতে চোট! ব্যথা বাড়তে থাকায় হাসপাতালে ভর্তি পার্থ চট্টোপাধ্যায়।

প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বাথরুমে পড়ে গুরুতর আহত হয়েছেন। পরিবারের সূত্রে জানা গেছে, দক্ষিণ কলকাতার নাকতলা আবাসনে বাথরুমে পড়ে তাঁর বাম হাতে চোট লাগে। প্রথমে বাড়িতেই চিকিৎসা চললেও পরে ব্যথা বাড়তে থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

গত মাসেই দীর্ঘ তিন বছর তিন মাসের বেশি সময় বিচারবিভাগীয় হেফাজতে থাকার পর জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। মুক্তির পরও তিনি নিয়মিত চিকিৎসাধীন ছিলেন এবং গত আট মাস ধরে ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল বলে জানা গেছে।

পরিবারের দাবি, বাথরুমে পড়ে যাওয়ার পর তাঁর হাতে তীব্র ব্যথা শুরু হয়। চিকিৎসক প্রথমে বাড়িতে প্রাথমিক চিকিৎসা করলেও শুক্রবার ব্যথা বাড়ায় তাঁকে ফের হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন।

পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত চলছে। জামিনে মুক্ত হলেও তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে পরিবারের মধ্যে।

About The Author