BJP‑র প্রোগ্রামে কেন যাব, প্রশ্ন মমতার; গীতাপাঠে অনুপস্থিতির ব্যাখ্যায় তৃণমূল নেত্রীর কড়া বার্তা

গীতাপাঠে না যাওয়ার কারণ ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। BJP‑র অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্তে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক।

গীতাপাঠের বিশাল আয়োজনকে কেন্দ্র করে যখন রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি BJP‑র কোনও রাজনৈতিকভাবে প্রভাবিত ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবেন না। তাঁর কথায়, বাংলার মাটি সাম্প্রদায়িক বিভাজন মানে না এবং কোনও দল ধর্মকে ব্যবহার করে রাজনীতি করলে তিনি তার অংশ হবেন না।

মমতা বলেন, গীতাপাঠ হোক বা অন্য কোনও ধর্মীয় অনুষ্ঠান, তা যদি নিরপেক্ষভাবে আয়োজিত হয়, তিনি সম্মান করেন। কিন্তু কোনও রাজনৈতিক দলের ব্যানারে ধর্মীয় অনুষ্ঠান হলে সেখানে তাঁর উপস্থিতির প্রশ্নই ওঠে না। তিনি মনে করিয়ে দেন যে বাংলা বহুদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ তৈরি করেছে এবং সেই ঐতিহ্য রক্ষাই তাঁর প্রথম দায়িত্ব।

তৃণমূলের দাবি, BJP ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে BJP অভিযোগ করেছে, মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে দূরত্ব বজায় রাখছেন। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। গীতাপাঠের মঞ্চে আমন্ত্রণ থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি যে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

About The Author