লোকসভায় ‘বঙ্কিমদা’ উচ্চারণে হইচই, পরে ‘বঙ্কিমবাবু’ বলে ‘ভুল সংশোধন’ প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: লোকসভায় বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে আলোচনার সময় অপ্রত্যাশিত বিতর্ক তৈরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বারবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেন। সঙ্গে সঙ্গে আপত্তি জানান তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর মন্তব্য, অন্তত ‘বঙ্কিমবাবু’ বলা উচিত।

সৌগত রায়ের আপত্তির পর প্রধানমন্ত্রী নিজের বক্তব্য সংশোধন করে বলেন, “আচ্ছা, বঙ্কিমবাবু বলছি” এবং সৌগত রায়কে ‘দাদা’ সম্বোধন করে ধন্যবাদ জানান। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে হইচই পড়ে যায় সংসদে।

বন্দে মাতরম নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কংগ্রেস গানটির গুরুত্বপূর্ণ স্তবক বাদ দিয়েছে এবং ১৯৩৭ সালের সিদ্ধান্ত দেশভাগের বীজ বপন করেছিল। তাঁর দাবি, বন্দে মাতরম বহু প্রজন্মকে অনুপ্রাণিত করেছে এবং এর মাহাত্ম্য পুনরুদ্ধার করা সরকারের দায়িত্ব।

অন্যদিকে বিরোধীরা পাল্টা অভিযোগ তোলে যে বিজেপি ইতিহাস বিকৃত করছে এবং গান্ধীজির হত্যাকারীদের প্রশ্রয় দেওয়া শক্তিরাই আজ দেশপ্রেমের পাঠ দিচ্ছে। ফলে বন্দে মাতরমের ১৫০ বছর উপলক্ষে হওয়া আলোচনা রাজনৈতিক তরঙ্গে আরও উত্তপ্ত হয়ে ওঠে।

About The Author