গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু, শোকপ্রকাশ মোদীর

গোয়ার আরপোরায় নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু। আহত বহুজন। শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ঘোষণা করলেন আর্থিক সাহায্য।

আরপোরায় একটি জনপ্রিয় নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। শনিবার গভীর রাতে ‘রোমিও লেন’ নামের ওই ক্লাবে আগুন লাগে। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে গোটা ক্লাব ধোঁয়ায় ভরে যায়। অধিকাংশ মানুষ ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গোয়া পুলিশ।

ঘটনার পরপরই দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। এখনও পর্যন্ত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি এক্স-এ লিখেছেন, গোয়ার অগ্নিকাণ্ড অত্যন্ত দুঃখজনক এবং নিহতদের পরিবারের প্রতি তাঁর সমবেদনা রইল। পাশাপাশি মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।

About The Author