হাসিনা যতদিন চান ভারতেই থাকবেন, তাঁর একান্ত ব্যক্তিগত ব্যাপার: জয়শঙ্কর

নয়াদিল্লি: শেখ হাসিনা ভারতে কতদিন থাকবেন, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বড় কথা বলে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। তিনি আরও বলেন, হাসিনা জুলাই আন্দোলনের পরিস্থিতিতে ভারতে এসেছিলেন এবং তাঁর অবস্থান সেই প্রেক্ষিতেই ঘটেছে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হাসিনার নিজের।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর মন্তব্য করেন, ক্ষমতাসীনরা অতীতের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট। তাই তাঁদের প্রথম কাজ হওয়া উচিত একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। উল্লেখযোগ্যভাবে, ইউনুস সরকার জানিয়েছে যে আসন্ন নির্বাচনে আওয়ামি লিগকে অংশ নিতে দেওয়া হবে না, যা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ভারত সবসময়ই বাংলাদেশের মঙ্গল কামনা করে। তিনি জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত বিশ্বাস করে যে জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের মত প্রকাশ করবে। তাঁর মতে, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার ফলাফল সামনে আসার পর দুই দেশের সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ হবে এবং পরিস্থিতির উন্নতি ঘটবে।

About The Author