আয়োজকদের দাবি, দেশের ইতিহাসে প্রথমবার এমন বিশাল আয়োজন।
কলকাতার ব্রিগেড ময়দান রবিবার সাক্ষী হতে চলেছে এক ঐতিহাসিক ধর্মীয় সমাবেশের। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পাঁচ লক্ষ মানুষের সমবেত কণ্ঠে গীতা পাঠের লক্ষ্য নেওয়া হয়েছে। শনিবার চলল শেষ মুহূর্তের ঝালাই পর্ব।
আয়োজকদের দাবি, শুধু বাংলায় নয়, ভারতের ইতিহাসেও এত বড় পরিসরে গীতা পাঠ এই প্রথমবার হতে চলেছে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে কার্তিক মহারাজ জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীসহ রাজ্যের একাধিক মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁর কথায়, এই কর্মসূচির সঙ্গে ভোট বা রাজনীতির কোনও সম্পর্ক নেই। সমাজে যে অবক্ষয় তৈরি হয়েছে, তা কাটাতে আত্মিক চর্চার প্রয়োজন, আর সেই উদ্দেশ্যেই এই আয়োজন।
ব্রিগেডের কেন্দ্রস্থলে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে বিপুল ভিড় সামলানো যায়। আয়োজকদের আশা, গীতার মন্ত্রোচ্চারণে আধ্যাত্মিক অনুরণনে ভরে উঠবে ব্রিগেড, আর তৈরি হবে নতুন রেকর্ড। শনিবার সকাল থেকে চলে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিন ব্রিগেডে হাজির ছিলেন কার্ত্তিক মহারাজ সহ আয়োজকেরা।

