বাবরি মসজিদের শিলান্যাস করলেন হুমায়ুন, লক্ষাধিক মানুষের জমায়েত মুর্শিদাবাদে

অবশেষে বহু চর্চিত বাবরি মসজিদের শিলান্যাস হয়ে গেল মুর্শিদাবাদের বেলডাঙায়। শনিবার সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের উদ্যোগে প্রস্তাবিত ‘বাবরি মসজিদ-স্টাইল’ মসজিদের শিলান্যাস ঘিরে এলাকায় লক্ষাধিক মানুষের জমায়েত দেখা গেল।

সকাল থেকেই রেজিনগর ও বেলডাঙা জুড়ে হাজার হাজার মানুষের ভিড় জমতে থাকে। বিশাল মঞ্চ, ব্যাপক খাদ্যব্যবস্থা এবং দূরদূরান্ত থেকে আগত ধর্মীয় নেতাদের উপস্থিতি পুরো অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

শিলান্যাসের সময় হুমায়ুন কবীর ফিতা কেটে আনুষ্ঠানিক সূচনা করেন এবং মঞ্চে উপস্থিত ধর্মীয় নেতাদের সঙ্গে স্লোগান ওঠে “নারায়ে তাকবির, আল্লাহু আকবর”। অনুষ্ঠানস্থলে নিরাপত্তা ছিল নজিরবিহীন—পুলিশ, RAF ও কেন্দ্রীয় বাহিনীর বড় বাহিনী মোতায়েন করা হয় যাতে কোনও অশান্তি না ছড়ায়।

হুমায়ুন কবীর দাবি করেন, অনুষ্ঠান বানচাল করতে নানা ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু মানুষের ঢল সেই প্রচেষ্টা ব্যর্থ করেছে। তিনি আরও জানান, শুধু মসজিদই নয়, একই প্রাঙ্গণে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অতিথিশালাও গড়ে তোলা হবে, যা সব সম্প্রদায়ের মানুষের জন্য উন্মুক্ত থাকবে।

এদিকে রাজনৈতিক মহলে এই শিলান্যাসকে কেন্দ্র করে বিতর্ক তীব্র হয়েছে। তৃণমূল ইতিমধ্যেই কবীরকে দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড করেছে, আর বিরোধীরা অভিযোগ তুলেছে যে এই উদ্যোগ ধর্মীয় মেরুকরণ বাড়াতে পারে। তবে কবীরের দাবি, এটি সম্পূর্ণ সাংবিধানিক অধিকার অনুযায়ী শান্তিপূর্ণ ধর্মীয় স্থাপনা নির্মাণের উদ্যোগ মাত্র।

About The Author