মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের ছাত্র নেতা, মিলল ১০২ গ্রাম মরফিন

শিলিগুড়ি: ভারত-নেপাল সীমান্তে মাদক হাতবদলের সময় এক যুবককে ধরে ফেলল এসএসবি। জানা গেল, ওই যুবক তৃণমূলের ছাত্র নেতা।

শিলিগুড়িতে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূলের এক ছাত্র নেতা। সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সুরজিৎ সাহা নামে ওই যুবককে আটক করে সীমা সুরক্ষা বাহিনী (SSB)। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ১০২ গ্রাম মরফিন, একটি আইফোন–১৫, একটি এয়ারটেল সিম এবং নগদ ৩৪০০ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ভারত–নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি ফ্লাইওভারের নীচে মাদক হাতবদলের খবর আসে SSB-র কাছে। সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে সুরজিৎকে আটক করা হয়। পরে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিরোধীদের দাবি, সুরজিৎ তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় নেতা। কলেজে পড়ার সময় থেকেই তাঁর প্রভাব ছিল। তবে তৃণমূল নেতৃত্বের দাবি, সুরজিৎ কোনও সাংগঠনিক পদে ছিলেন না, তিনি কেবল সমর্থক হতে পারেন।

ঘটনার জেরে রাজনৈতিক মহলে চাপানউতর। বিরোধীরা বলছে, তৃণমূল ছাত্র রাজনীতি অপরাধের আখড়ায় পরিণত হয়েছে। অন্যদিকে তৃণমূল শিবির জানিয়েছে, সংগঠন কোনওভাবেই এ ধরনের কারবারকে প্রশ্রয় দেয় না, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

About The Author