কলকাতা: বাবরি মসজিদ ইস্যুতে উত্তপ্ত আবহের মধ্যেই কলকাতার ব্রিগেড ময়দানে আয়োজিত হচ্ছে এক ঐতিহাসিক ধর্মীয় অনুষ্ঠান। আগামী রবিবার, অর্থাৎ ৭ ডিসেম্বর, সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে প্রায় পাঁচ লক্ষ মানুষ একসঙ্গে শ্রীমদ্ভাগবদ গীতা পাঠ করবেন। আয়োজকদের দাবি, এই আয়োজনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই, এটি সম্পূর্ণ ধর্মীয় কর্মসূচি।
অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই তিনটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে যোগ দেবেন প্রায় দেড়শো সাধু–সন্ন্যাসী। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জ্ঞানানন্দ মহারাজ, পাশাপাশি বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী, পদ্মভূষণ সাধ্বী ঋতম্ভরাজি এবং যোগগুরু রামদেবও আসার কথা রয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে গীতাপাঠ।
আয়োজক কার্তিক মহারাজ জানিয়েছেন, “ভোটের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। মোক্ষদা একাদশীর তিথিতে গীতাপাঠের আয়োজন আমাদের ধর্মীয় দায়িত্ব।” রাজ্য সরকার অনুষ্ঠানকে বাধা দেয়নি, আবার সরাসরি সাহায্যও করেনি। ফলে আয়োজকরা এটিকে ধর্মীয় সম্প্রীতির নিদর্শন হিসেবেই দেখছেন।

