হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাসে হস্তক্ষেপ নয়, রাজ্যকে আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশ হাইকোর্টের

কলকাতা: শনিবার বাবরি মসজিদের শিলান্যাসে আপাতত কোনও আইনি বাধা নেই।

ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে জনস্বার্থ মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে। শুক্রবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করবে না।

অর্থাৎ, ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসে আপাতত কোনও আইনি বাধা নেই। তবে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, কর্মসূচিকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে।

মামলাকারীর তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, এই ধরনের ধর্মীয় কর্মসূচি এলাকায় অশান্তি সৃষ্টি করতে পারে। কেন্দ্রীয় সরকারও আদালতকে জানিয়েছে, বেলডাঙা একটি সংবেদনশীল এলাকা, যেখানে অতীতে অশান্তি হয়েছে।

আদালত নির্দেশ দিয়েছে, রাজ্য পুলিশ ও প্রশাসনকে প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনীর সহায়তা নিতে হবে। হুমায়ুন কবির জানিয়েছেন, পূর্বঘোষণা অনুযায়ী তিনি শিলান্যাস করবেন এবং ২২ ডিসেম্বর নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণাও করবেন।

About The Author