নয়াদিল্লি: ভারত সফরে এসে বিশেষ অভ্যর্থনা পেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালাম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। সাধারণত বিদেশি রাষ্ট্রনেতাদের অভ্যর্থনা জানানোর দায়িত্ব থাকে বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের উপর। কিন্তু ‘বন্ধু’ পুতিনের জন্য সেই প্রোটোকল ভেঙে বিমানবন্দরে পৌঁছে যান মোদি।
শুধু তাই নয়, বিমানবন্দর থেকে বেরোনোর পরও দেখা গেল ব্যতিক্রমী দৃশ্য। সাধারণত দুই রাষ্ট্রনেতা আলাদা গাড়িতে যাত্রা করেন। কিন্তু এদিন মোদি নিজের গাড়িতেই পুতিনকে নিয়ে রওনা দেন ৭ লোককল্যাণ মার্গের উদ্দেশে। এই ঘটনাকে কূটনৈতিক মহল ‘কার ডিপ্লোমেসি’ বলে অভিহিত করছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ভারত–রাশিয়া সম্পর্কের গভীরতা ও ব্যক্তিগত বন্ধুত্বের প্রতীক। এর আগে এসসিও সম্মেলনে অংশ নিতে তিয়ানজিন সফরে গিয়েও দুই নেতাকে একই গাড়িতে দেখা গিয়েছিল। ফলে দিল্লির এই দৃশ্য আবারও প্রমাণ করল, আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেও ভারত–রাশিয়া সম্পর্ক দৃঢ় রাখতে চাইছেন মোদি।

