‘এরকম RSS মার্কা মুখ্যমন্ত্রীর থেকে BJP-র কেউ এলে সমর্থন করব’, মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে এমনই মন্তব্য করলেন সাস্পেন্ডেড হুমায়ুন। কিন্তু কেন?
হুমায়ুনের কথায়, ‘মুসলমানদের মসজিদ তৈরি করতে বাধা দেওয়া হচ্ছে, অথচ সরকারি টাকায় ভুরি ভুরি মন্দির তৈরি হচ্ছে। নিউটাউন রাজারহাটে ১১০০ কোটি টাকার জায়গা মুখ্যমন্ত্রী আবার মন্দির তৈরির জন্য দিয়ে দিয়েছেন। এরকম RSS মার্কা মুখ্যমন্ত্রীর চেয়ে ডায়রেক্ট BJPর কেউ মুখ্যমন্ত্রী হলে আমি ওয়েলকাম জানাব।’ তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন।
তৃণমূল শিবিরের দাবি, হুমায়ুন বাবরি মসজিদ ইস্যু উসকে দিয়ে সাম্প্রদায়িক অশান্তি ছড়াতে চাইছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই দিনে মুর্শিদাবাদের সভা থেকে পাল্টা বার্তা দেন, “মুর্শিদাবাদের মানুষ দাঙ্গার রাজনীতি পছন্দ করে না। আমরা সম্প্রীতি রক্ষা করতে চাই। সাম্প্রদায়িকতার হোলি খেলতে চাইলে সতর্ক থাকুন।”

