কলকাতা: ৩২ হাজার চাকরি বহাল রইল। প্রাক্তন বিচারপতি অভিজিতের দেওয়া রায় খারিজ হল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায় ঘোষণার পর ফের উত্তেজনা ছড়াল রাজ্যে।
আদালত ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দিলেও মামলার মূল আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানিয়েছেন, তিনি এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।
শুনানির পর তরুণজ্যোতি বলেন, “আদালতের উপর সম্পূর্ণ ভরসা আছে। কোর্ট সব পক্ষ শুনেছে। আমরা স্থগিত রাখার আবেদন করেছিলাম, কিন্তু বিচারপতি তা মানেননি। দুর্নীতির প্রসঙ্গও এসেছে, তবে মূল বিষয় ছিল আবেগ। এখানে দুর্নীতির জয় হয়নি, তদন্ত চলবে। আমরা এবার সুপ্রিম কোর্টে যাব।”
অন্যদিকে আইনজীবী কৌস্তব বাগচি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বিচারপতিদের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, সেন্টিমেন্টের দোহাই দিয়ে দুর্নীতি আইনি মান্যতা পেতে পারে না। এই রায় বহাল থাকবে না, থাকতে পারে না। যদি বহাল থাকে, তবে ভয়ঙ্কর নজির তৈরি হবে।”
শিক্ষক মহলে স্বস্তি থাকলেও বিরোধীরা বলছে, দুর্নীতিকে আড়াল করা হচ্ছে। ফলে মামলার ভবিষ্যৎ এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। BJP-র পক্ষের আইনজীবীদের মন্তব্যে নতুন করে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে, বলাই বাহুল্য।

