‘কিলার পিসি’-র কীর্তি! বেশি সুন্দর বলে ছেলেসহ তিন ভাইঝিকে খুন! পানিপথ কাণ্ডে হইচই

হরিয়ানার পানিপথে চাঞ্চল্যকর ঘটনা। সৌন্দর্যে ঈর্ষা, তাই নাকি ভাইঝিদের ডুবিয়ে খুন করে পিসি। বাদ যায়নি নিজের ছোট্ট ছেলেটিও।

পুলিশ জানিয়েছে, পুনম নামে ওই মহিলা নিজের ছেলেসহ মোট চার শিশুকে খুন করেছে। সর্বশেষ ঘটনায় ছ’ বছরের ভাইঝি বিদ্ধিকে বিয়ের অনুষ্ঠানের মাঝেই জলের টবে ডুবিয়ে হত্যা করে সে।

তদন্তে জানা যায়, সৌন্দর্যে ঈর্ষা থেকেই এই হত্যাকাণ্ড। পুনম আগেও তিনটি শিশুকে একইভাবে হত্যা করেছে, যার মধ্যে রয়েছে তার নিজের তিন বছরের ছেলে শুভম।

প্রথমে এই মৃত্যুগুলোকে দুর্ঘটনা বলে মনে করা হলেও বিদ্ধি হত্যার পর জেরায় পুনম সবকিছু স্বীকার করে। স্থানীয়রা তাকে তুলনা করছেন ‘স্নো হোয়াইট’-এর দুষ্ট রানির সঙ্গে।

পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে এবং মামলা দায়ের করেছে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে।

About The Author