‘কলঙ্ক মুক্ত হলাম!’ রায়ের খবরে আবির খেলে উদযাপন প্রাথমিকের শিক্ষকদের

কলকাতা: হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার ঐতিহাসিক রায় ঘোষণা করল। ২০১৭ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ বহাল থাকবে বলে জানিয়ে দিল আদালত। এর ফলে প্রায় ৩২ হাজার শিক্ষক দীর্ঘ অনিশ্চয়তার পর চাকরি ফিরে পাওয়ার স্বস্তি পেলেন।

উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০২৩ সালের ১২ মে এই নিয়োগ প্রক্রিয়াকে বেআইনি ঘোষণা করে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে মামলা ওঠে ডিভিশন বেঞ্চে। দীর্ঘ শুনানি শেষে অবশেষে আইনগত জট কাটল।

রায় বেরোতেই বাঘাযতীন পার্কে আনন্দে ফেটে পড়েন সফল প্রার্থীরা। কেউ মিষ্টি বিতরণ করছেন, কেউ স্লোগানে মুখর করছেন এলাকা। কারও চোখে জল, কারও মুখে হাসি—দীর্ঘ লড়াইয়ের পর চাকরি ফিরে পাওয়ার স্বস্তি যেন ছোটখাটো উৎসবের আবহ তৈরি করেছে।

প্রার্থীদের একাংশ জানান, “দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে কাটিয়েছি। আজকের রায় আমাদের জীবন ফিরে পাওয়ার সমান।” আরও এক প্রার্থী বলেন, “আমাদের ন্যায়ের লড়াই শেষ হল। এখন নির্ভয়ে কাজ করতে পারব।”

ডিভিশন বেঞ্চের এই রায় কার্যত নতুন করে আশার আলো দেখিয়েছে রাজ্যের হাজারো প্রাথমিক শিক্ষককে। আইনগত জটিলতা কাটিয়ে চাকরি বহাল থাকার নিশ্চয়তা পাওয়াতেই বুধবার উৎসবে মেতে উঠল বাঘাযতীন পার্ক।

About The Author