ভারত–দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে চলাকালীন রায়পুরে ফের ঘটল অদ্ভুত ঘটনা। সদ্য সেঞ্চুরি পূর্ণ করেছেন বিরাট কোহলি। ঠিক সেই সময়েই এক যুবক নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়েন। তিনি সরাসরি গিয়ে বিরাটের পা জড়িয়ে ধরেন। পরে অবশ্য নিরাপত্তারক্ষীরা তাঁকে সরিয়ে নিয়ে যান।
এর আগে রাঁচিতেও একই ঘটনা ঘটেছিল। বিরাটের ৫২তম আন্তর্জাতিক সেঞ্চুরির পর এক ভক্ত মাঠে ঢুকে তাঁর পায়ে পড়েছিলেন। আরও আগে ইডেন গার্ডেন্সে আইপিএলের উদ্বোধনী ম্যাচে এক তরুণ বিরাটকে ছুঁতে মাঠে ঢুকে পড়েছিলেন। প্রতিবারই তাঁদের গ্রেপ্তার করা হয়।
কোহলির প্রতি ভক্তদের এই আবেগে আপ্লুত অনেকেই। তবে বারবার মাঠে অনুপ্রবেশে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। সাধারণ দর্শক যদি এত সহজে মাঠে ঢুকে পড়তে পারেন, তাহলে বড়সড় বিপদের সম্ভাবনা থেকেই যায়। ক্রিকেটপ্রেমীরা বলছেন, “কোহলির প্রতি ভালোবাসা স্বাভাবিক, কিন্তু নিরাপত্তা ব্যবস্থার এতবার ভাঙন উদ্বেগজনক।”

