রাস্তায় ফেলে যাওয়া সদ্যজাতকে রাতভর পাহারা দিল পথকুকুর

নদিয়া: শীতের রাতে যখন গোটা জনপদ ঘুমিয়ে, তখন একটি শৌচাগারের বাইরে পড়ে ছিল কয়েক ঘণ্টার সদ্যজাত শিশু। জন্মের রক্ত তখনও শরীরে লেগে, শিশুটির গায়ে ছিল না কোনো কাপড়। কিন্তু তার চারপাশে দাঁড়িয়ে ছিল একদল পথকুকুর। অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতভর কুকুরগুলো শিশুটিকে ঘিরে রেখেছিল। তারা কাউকে কাছে আসতে দেয়নি, যেন নিঃশব্দ প্রহরী হয়ে শিশুটিকে রক্ষা করছিল। ভোরের দিকে স্থানীয় বাসিন্দা সুকলা মণ্ডল শিশুটির ক্ষীণ কান্না শুনে কাছে যান। তখন কুকুরগুলো ধীরে ধীরে সরে দাঁড়ায়। সুকলা নিজের ওড়না দিয়ে শিশুটিকে মুড়ে হাসপাতালে নিয়ে যান।

প্রথমে মহেশগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয় নবজাতককে, পরে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির কোনো আঘাত লাগেনি। পুলিশ ও শিশু কল্যাণ দফতর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। স্থানীয়রা বলছেন, “যাদের আমরা প্রতিদিন তাড়াই, তারাই আজ মানবতার সবচেয়ে বড় উদাহরণ দিল।”

About The Author