শিলিগুড়ি: এবার নতুন ভূমিকায় ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী সদস্য রিচা ঘোষ। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি) পদে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডেন গার্ডেন্সে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রিচার হাতে নিয়োগপত্র তুলে দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির পর এবার তিনি দায়িত্বভার গ্রহণ করলেন।
রাজ্য পুলিশের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, “মহিলাদের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষ রাজ্য পুলিশের ডিএসপি পদমর্যাদায় যোগ দিয়েছেন। শিলিগুড়ি কমিশনারেটে এসিপি পদে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি।”
রিচা ঘোষ বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালে দুর্দান্ত ইনিংস খেলে দেশজুড়ে আলোচনায় আসেন। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। ধোনির ভক্ত রিচা মাহির মতো মারমুখী ব্যাটিংয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন।
নিজ শহর শিলিগুড়িতে দায়িত্বভার গ্রহণ করায় স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। ক্রিকেট মাঠে যেমন তিনি সাফল্য পেয়েছেন, এবার প্রশাসনিক দায়িত্বেও তাঁর থেকে একইরকম নিষ্ঠা ও সাফল্য প্রত্যাশা করছেন সবাই।

