কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালত প্রাক্তন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের দেওয়া ৩২ হাজার চাকরি বাতিলের রায় খারিজ করে দেওয়ায় স্বস্তি পেয়েছেন শিক্ষকরা।
রায় ঘোষণার পর মুখ্যমন্ত্রী বলেন, “আমি সবচেয়ে খুশি, আমার চাকরিরত ভাইবোনেদের চাকরি থাকল। এতদিন ধরে তাঁরা আতঙ্কে ছিলেন। আজ তাঁদের মুখে হাসি ফিরেছে।” তিনি আরও জানান, রাজ্য সরকার সবসময় যোগ্য প্রার্থীদের পাশে থেকেছে এবং আদালতের এই রায় প্রমাণ করল যে তাঁদের নিয়োগ প্রক্রিয়া সঠিক ছিল।
তৃণমূল শিবিরে এই রায়কে বড় জয় হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে বিরোধীরা অভিযোগ করছে, দুর্নীতি প্রমাণিত হলেও সরকারকে রক্ষা করা হয়েছে। তবে শিক্ষক মহলে স্বস্তি নেমে এসেছে। দীর্ঘদিন ধরে চাকরি হারানোর ভয়ে আতঙ্কে থাকা হাজার হাজার পরিবার এখন কিছুটা নিশ্চিন্ত। রাজনৈতিক মহলে এই রায়কে কেন্দ্র করে নতুন চাপানউতর শুরু হয়েছে।

