পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলে অকথ্য মানসিক নির্যাতন করা হচ্ছে! এমনই অভিযোগ তুললেন তাঁর বোন উজমা খান। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গিয়ে ভাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি পান তিনি। দীর্ঘ ২৫ দিন ধরে ইমরানকে জনসমক্ষে দেখা যায়নি, ফলে তাঁর নিরাপত্তা ও শারীরিক অবস্থাকে ঘিরে প্রশ্ন উঠেছিল।
সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উজমা জানান, “দাদা ঠিক আছেন, তবে সারাদিন তাঁকে একটি কুঠরিতে আটকে রাখা হচ্ছে। কারও সঙ্গে কথা বলার অনুমতি নেই। এটা প্রবল মানসিক নির্যাতন।” তিনি আরও বলেন, ইমরান সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
এই ঘটনার জেরে পিটিআই সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরেছে যে তাঁদের নেতা জীবিত আছেন। তবে একইসঙ্গে ক্ষোভও বাড়ছে। ইসলামাবাদ হাই কোর্ট ও আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই। সমর্থকদের দাবি, ইমরানের সঙ্গে দেখা করার সুযোগ না দিলে তাঁরা জেল ভাঙার পথে হাঁটবেন।
রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। বিরোধীরা অভিযোগ করছে, সরকার ইমরানকে পরিকল্পিতভাবে নিঃসঙ্গ করে রেখেছে। অন্যদিকে, সমর্থকদের কাছে এই সাক্ষাৎ কিছুটা আশ্বাসের হলেও নির্যাতনের অভিযোগে পাকিস্তানজুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

