ইমনের গলায় ‘উন্নয়নের পাঁচালি’, নবান্নে মুগ্ধ মুখ্যমন্ত্রী—স্ট্যান্ডিং ওভেশন দিয়ে অভিবাদন

কলকাতা: রাজ্য সরকারের উন্নয়নের বার্তা এবার ইমনের গলায়। সুরের মাধ্যমে উন্নয়নের সাতকাহনের নাম উন্নয়নের পাঁচালি। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সরকারের ১৫ বছরের কাজের খতিয়ান প্রকাশ করলেন। সেই উপলক্ষে তৈরি হয়েছে একটি বিশেষ গান, ‘উন্নয়নের পাঁচালি’ গেয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তী।

গানের সুরে উঠে এসেছে খাদ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের সাফল্য। “বলতে এসেছি কথা উন্নয়নের… এই উন্নয়ন আজ মানুষের সম্মান” এই লাইনেই ধরা পড়েছে তৃণমূল সরকারের বার্তা।

মঞ্চে গান শুরু হতেই আপ্লুত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। হাতজোড় করে বলেন, “দারুণ, দারুণ। আমাদের পুরনো দিনের কথা মনে পড়ছে।” এরপর তিনি উপস্থিত সকলকে আহ্বান জানান, “ইমনকে স্ট্যান্ডিং ওভেশন দিই। ওকে অভিবাদন জানাই।”

দিন কয়েক আগেই টলিপাড়ায় গুঞ্জন উঠেছিল, ইমন তৃণমূলের হয়ে ভোটে লড়তে পারেন। যদিও গায়িকা সেই জল্পনায় জল ঢেলেছিলেন। তবে এই অনুষ্ঠানে তাঁর উপস্থিতি এবং গান পরিবেশন ফের সেই জল্পনাকে উসকে দিল।

About The Author