দু’কোটির বেশি চাকরি, কমছে দারিদ্রতা! ১৫ বছরের উন্নয়নের হিসেব দিলেন মমতা

কলকাতা: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের উন্নয়নের খতিয়ান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি জানান, গত ১৪ বছরে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে ২ কোটিরও বেশি কর্মসংস্থান।

পাশাপাশি, দারিদ্রসীমার নিচে থাকা প্রায় ১ কোটি ৭২ লক্ষ মানুষকে দারিদ্রতা থেকে উপরে তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ক্ষুদ্র শিল্পে রাজ্যে ১ কোটি ৩০ লক্ষের বেশি কর্মসংস্থান হয়েছে। মহিলা পরিচালিত ক্ষুদ্র শিল্পের সংখ্যা দেশের মধ্যে সর্বাধিক বাংলায়।

কৃষি ক্ষেত্রে উন্নতি হয়েছে ৯.১৬ গুণ, কর আদায় বেড়েছে ৫.৩১ গুণ। তিনি দাবি করেন, “বাংলা এখন গোটা দেশের মডেল।” এছাড়া, স্বাস্থ্যসাথী প্রকল্পে ২ কোটি ৪৫ লক্ষ পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবাস যোজনায় তৈরি হয়েছে ৬৭ লক্ষের বেশি বাড়ি।

পাশাপাশি, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের খতিয়ানও তুলে ধরেন তিনি। মমতার বক্তব্যে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গও উঠে এল। রাস্তা ও পানীয় জল প্রকল্পে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এদিন রাজ্যের হয়ে ‘উন্নয়নের পাঁচালি’ গাইলেন প্রখ্যাত গায়িকা ইমন চক্রবর্তী।

রাজ্যবাসীর সামনে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, গত ১৫ বছরে বাংলায় তৈরি হয়েছে ২ কোটিরও বেশি কর্মসংস্থান।

About The Author