পুরো প্যানেলই বাতিল, পুনর্বিবেচনার আর্জি খারিজ! SSC মামলায় সুপ্রিম কোর্টের কড়া বার্তা

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল থাকবে। এর ফলে প্রায় ২৬,০০০ চাকরি বাতিলের রায় বহাল থাকল।

প্রাথমিকভাবে কলকাতা হাইকোর্টই পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়। কিন্তু যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করা সম্ভব নয় বলে শীর্ষ আদালতও পুরো প্যানেল বাতিলের সিদ্ধান্ত নেয়। মামলাকারীরা দাবি করেছিলেন, নয়া নিয়োগ প্রক্রিয়ায় অনেক যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন এবং স্থগিতাদেশ চেয়েছিলেন। তবে সুপ্রিম কোর্ট সেই আর্জিও খারিজ করে দিয়েছে।

আদালত স্বীকার করেছে, এই সিদ্ধান্তে অনেক ভালো পড়ুয়ার উপরেও নেতিবাচক প্রভাব পড়েছে। তবে বিচারপতিরা জানিয়েছেন, যোগ্য প্রার্থীরা আবারও চাকরি পাওয়ার সুযোগ পাবেন। আদালতের নির্দেশে স্পষ্ট বার্তা, একজনও দাগি অযোগ্য প্রার্থী চাকরি পাবেন না। এই রায়ের ফলে রাজ্যের চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে।

About The Author