PM Modi: ‘সংসদে নাটক নয়, কাজ করুন’, শীতকালীন অধিবেশনের আগে বিরোধীদের খোঁচা

নয়াদিল্লি: ‘নাটক না করে কাজ করুন, স্লোগান দিয়েও তো জিততে পারেন না!’ শীতকালীন অধিবেশন শুরুর আগেই বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, “সংসদ নাটক দেখানোর জায়গা নয়, এটা কাজ করার জায়গা। বিরোধীরা ভোটে হেরে গিয়ে সংসদে হতাশা দেখাচ্ছে, যা ঠিক নয়।” তাঁর বক্তব্যে স্পষ্টভাবে বিরোধীদের কৌশলকে আক্রমণ করা হয়।

এসআইআর বিতর্ক, দিল্লি বিস্ফোরণ এবং বায়ুদূষণ নিয়ে বিরোধীরা কেন্দ্রকে চাপে ফেলতে প্রস্তুত ছিল। কিন্তু অধিবেশন শুরুর আগেই প্রধানমন্ত্রী পাল্টা জবাব দিয়ে বলেন, “নাটক করার অনেক জায়গা আছে, সংসদে কাজ করে দেখান।” তিনি আরও জানান, সংসদে আলোচনা হওয়া উচিত, অচলাবস্থা নয়। প্রয়োজনে বিরোধীদের পরামর্শ দিতে তিনি প্রস্তুত।

বিহার নির্বাচনে এনডিএর জয় প্রসঙ্গেও মোদী বলেন, “গণতন্ত্র কাকে বলে তা বিহার দেখিয়ে দিয়েছে। বিশেষ করে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ ছিল নজরকাড়া।”

About The Author