কলকাতা: টলিউডের জনপ্রিয় অভিনেতা ও সুপারস্টার জিৎ পূর্ণ করলেন ৪৬টা বছর। ৪৭ তম জন্মদিনে সকাল থেকেই তাঁর বাড়ির সামনে ভক্তদের ভিড় জমে যায়। সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে—টুইটার, ফেসবুক থেকে ইনস্টাগ্রাম সর্বত্রই ভক্তরা তাঁদের প্রিয় নায়ককে শুভেচ্ছা জানাচ্ছেন।
জিৎ বাংলা সিনেমার অন্যতম সফল অভিনেতা হিসেবে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে দর্শকদের মনোরঞ্জন করে আসছেন। ‘সাথী’ ছবির মাধ্যমে তাঁর জনপ্রিয়তার সূচনা হলেও পরবর্তী সময়ে ‘নাটের গুরু’, ‘অওয়ারা’, ‘বাজিমাত’, ‘বাচ্চা শ্বশুর’, ‘বস’, ‘বাজি’ থেকে শুরু করে সাম্প্রতিক ‘প্রজাপতি’—প্রতিটি ছবিই তাঁকে আরও জনপ্রিয় করেছে। শুধু অভিনয় নয়, প্রযোজক হিসেবেও তিনি টলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন।
জন্মদিনে তিনি শুটিং থেকে বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বলে জানা গেছে। তবে ভক্তদের জন্য বিশেষ বার্তা দিয়ে তিনি জানিয়েছেন, তাঁদের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি। আগামী ছবির কাজ নিয়েও তিনি ব্যস্ত, যেখানে তাঁকে একেবারে নতুন রূপে দেখা যাবে।

