অশোকনগর: সকালে বাড়ি তৈরির জন্য ভিত খোঁড়ার কাজ চলছিল। সেই সময় হঠাৎই মাটি থেকে উদ্ধার হয় মানুষের মাথার খুলি। পরে আরও গভীরভাবে খুঁড়তেই বেরিয়ে আসে একাধিক হাড়গোড়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানার কল্যাণগড় বাজার সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়িটি একসময় সিপিএমের ডাকসাইটে নেতা বিজন মুখোপাধ্যায়ের ছিল। বর্তমানে তিনি আর জীবিত নেই। তাঁর উত্তরসূরিরা বাড়িটি ভেঙে নতুন নির্মাণের কাজ শুরু করেছিলেন। কিন্তু ভিত খোঁড়ার সময় এই অস্বাভাবিক আবিষ্কার ঘিরে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে এবং ফরেনসিক বিভাগকে জানানো হয়।
স্থানীয়দের দাবি, একসময় ওই এলাকায় কবরস্থান ছিল। অন্যদিকে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী অভিযোগ করেন, এটি সিপিএমের অতীত অত্যাচারের প্রমাণ। তাঁর দাবি, কংগ্রেস কর্মীদের নৃশংসভাবে হত্যা করে মাটির নিচে পুঁতে দেওয়া হত। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং বাড়ির আশেপাশে আরও তল্লাশি চালানো হতে পারে বলে জানা গেছে।

