রাঁচির আন্তর্জাতিক স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে ব্যাট হাতে জবাব দিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা, যাঁদের নিয়ে সম্প্রতি নানা সমালোচনা উঠেছিল। কোহলি করলেন দুরন্ত শতরান, রোহিত খেললেন ঝকঝকে অর্ধশতরান। দ্বিতীয় উইকেটে তাঁদের ১৩৬ রানের পার্টনারশিপ গোটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
১৮তম ওভারে ছক্কা মেরে কোহলি পৌঁছান অর্ধশতরানে, পরের ওভারে রোহিতও অর্ধশতরান পূর্ণ করেন। কোহলি শেষ পর্যন্ত ১৩৫ রান করে সাজঘরে ফেরেন। তাঁদের ইনিংস দেখে সাজঘরে বসে হাততালি দেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর, যদিও তাঁর মুখে হাসি দেখা যায়নি। কোহলিকে জড়িয়ে ধরার মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। রো-কোর এই পারফরম্যান্সে সমালোচকদের মুখ বন্ধ হয়েছে বলেই মনে করছেন অনেকে। কোচ-ক্রিকেটার সম্পর্ক নিয়ে চলা জল্পনার মধ্যেই মাঠে এমন পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটে নতুন বার্তা দিল।

